পাঁচমিশালি

গিয়াস কামাল চৌধুরী’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ঢাকা দিলকুশাস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে ২৭ অক্টোবর রোববার অপরাহ্নে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন কাদেরী শওকত। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সহ—সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, ক্বারী মাওলানা আবদুল মোমিন, কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিবুল ইসলাম শাওন, রাজনীতিবিদ মোহাম্মদ নাসিরুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা—সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, পেশাদার সাংবাদিকসহ সর্বস্তরের সকল মানুষের কল্যাণ ও উপকারে গিয়াস কামাল চৌধুরী সবসময় নিজেকে উৎসর্গ করেছিলেন। রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে থেকে তিনি সব মানুষ ও সব সাংবাদিকের উপকার করেছিলেন। এ ধরণের উপকারী সাংবাদিক এখন আর নেই। তাঁর মত উপকারী সাংবাদিক এ যুগে আর পাওয়া যায় না— ভবিষ্যতেও পাওয়া যাবে কি—না সন্দেহ। স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে দেশে যখন ২৯টি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তখন গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক নেতাদের মধ্যে প্রথম প্রতিবাদ করেছিলেন। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। চলনে—বলনে তিনি ছিলেন সদা জাগ্রত গণতান্ত্রিক আন্দোলনের কাণ্ডারী। বাম ডান সকল পন্থীদের জন্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। সত্যকে প্রকাশ করাই ছিল তাঁর একমাত্র সাধনা। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর একান্ত অনুসারী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। পরিশেষে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী’র রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button