অপরাধআইন ও বিচার

দাউদকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে মনির হোসেন মিন্টু মিজির সাথে শামসুল হক তালুকদার গং দের আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে যার নাম্বার দেওয়ানি ১৪২/২০২৪

গত ১ সেপ্টেম্বর বাদীর করা আবেদন এর প্রেক্ষিতে আদালত বিবাদীগনকে পনের দিনের মধ্যে কারণ দর্শানো নোটিস জারি করেন। বিবাদীগন ১৫ দিন অতিবাহিত হলেও কারণ দর্শানো নোটিসের জবাব না দিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যান। এমতাবস্হায় ১৯ সেপ্টেম্বর বাদীর আরেকটি আবেদন এর প্রেক্ষিতে আদালত উভয়পক্ষকে বিবাদীদের আপত্তি দাখিল না করা পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। 

২৭ সেপ্টেম্বর বিবাদী মোঃ মোস্তাক, কামাল তালুকদার, শামসুল হক তালুকদার, আরমান তালুকদার, তুহিন তালুকদার, ডালিম তালুকদার, রেজাউল তালুকদার আদালতের নিষেধাজ্ঞার আদেশ হাতে পাওয়ার পরেও 

বিবাদীগন আদালতে আপত্তি দাখিল না করে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে ১ অক্টোবর নালিশী ভূমিতে একটি টিনের ঘর নির্মাণের উদ্দেশ্যে খুঁটি স্থাপন করতে গেলে বাদী পক্ষের মোঃ মনির হোসেন মিন্টু মিজি বাধা দিলে গেলে বিবাদীগণ মনির হোসেন মিন্টু মিজির মাথায় আঘাত করেন এসময় মনির হোসেন মিন্টু মিজির চিৎকার শুনে মান্নান মিয়াজী এবং মোঃ শরিফুল ইসলাম এগিয়ে এসে দেখেন তার মাথা ফেটে গিয়েছে এমতাবস্থায় তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখেন বিবাদীগণ নিষেধাজ্ঞা থাকা ভূমিতে একটি টিনের ঘর নির্মাণ করেন এবং টিনের বেড়া দিয়ে একটি সিমানা তৈরি করেন বিবাদীগণ উক্ত ঘটনার ছবি ও ভিডিও করে রাখেন। 

গত ২৪ অক্টোবর কুমিল্লা জজ আদালতে বাদীগণ হাজির হয়ে একটি মিস ভায়োলশন মামলা দায়ের করিলে আদালত বিবাদীগণের বিরুদ্ধে সমন জারি করেন। বিবাদীগনকে ১০ অক্টোবর ২০২৪ সকাল ১০ টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন “আদালতের নির্দেশনা পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে” এবিষয়ে বাদীগন প্রশাসন এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button