রাজনীতি
যেভাবে পতনের মুখে জাতীয় পার্টি
প্রায়শই আলোচনায় আসে জাতীয় পার্টি। শক্তিমত্তা কিংবা ভোট ব্যাংক; কোথাও স্বস্তি নেই দলটির। দলীয় নেতাকর্মীদের কাছেও আস্থার জায়গা হারিয়েছে। বরাবরই ক্ষমতাসীনদের পাশে থাকাটাই যেন একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বৈধতা দিতেই ব্যস্ত ছিল দলটি। শীর্ষ নেতারা ভাবেননি তৃণমূলের কথা। আসন সংখ্যাটাই তাদের মুখ্য ইস্যু। আবার ভোট ব্যাংকের হিসেবে রংপুর গুরুত্বপূর্ণ হলেও ২০২৪ সালের নির্বাচনের পর সেখানে বিবর্জিত দলে পরিণত হয়েছে। এখন আওয়ামী লীগ ভর দিতে চাইছে জাতীয় পার্টির উপর। নেতাকর্মীরাই প্রশ্ন তুলছেন কেন রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা প্রতিহতের নামে আক্রমণ করলো কারা?