Uncategorized

অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজে পলিথিন ব্যবহার রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা

পলিথিনের ব্যবহার রোধে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

পলিথিনের অতিরিক্ত ব্যবহার থেকে সৃষ্ট পরিবেশগত বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই এ কর্মসূচি হাতে নেয় বসুন্ধরা শুভসংঘের কলেজ শাখা।

আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবরী আক্তার।এসময় তিনি বলেন, ‘পলিথিন আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটির উর্বরতা নষ্ট করে, নালা-নর্দমা বন্ধ করে বন্যার সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই ধরনের সচেতনতা কার্যক্রম শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মুসলেমিনা সুলতানা, এশা ইসলাম, লিখা আক্তার, বিথি, নুরে জান্নাত, তাহরিমা, তানিয়া তানজি, সুমাইয়া আক্তার, সালমিরা, জান্নাতুল ফেরদৌস জেবা, সায়বা সিদ্দিক অবনী, বিহান, সানজিদা, তাসনিম, শৌরিন সোমানী, লাবণ্য মল্লিক, লামিয়া সানজিদা, আফরিন নাহার নিঝু, অনন্যা পাল, সালমা হোসেন ইমু, শাহানাজ।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পলিথিনের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ও পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে।

সচেতনতা কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রতিজ্ঞা করেন, তারা পলিথিনের ব্যবহার বর্জন করবেন এবং অন্যদেরও এটি বর্জন করতে উদ্বুদ্ধ করবেন। কলেজের শিক্ষার্থীরা এই ধরনের কর্মসূচিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button