গংগাচড়ায় জাহাঙ্গীর আলমের পৈত্রিক ও ক্রয় সূত্রে জমি দখলের অভিযোগ

রংপুর জেলার গংগাচড়া উপজেলার মনিরাম বানিয়া পাড়া, বড়বিল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম পেনকাটু এর পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের ১। মোঃ সৈয়দ আলী (৪৮),২। মোঃ মনিরুল ইসলাম কাল্টু (২৫),৩। মোহাম্মদ তুফান মিয়া (২২),৪। মোহাম্মদ শাকিল (২০),
উক্ত জমিতে অবৈধভাবে গাছ রোপণ করে এবং জমি দখলের চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মশিউর রহমান সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী মশিউর রহমান জানান, “আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি ও কওলামুলে জমিতে মোঃ সৈয়দ আলী গং জোরপূর্বক গাছ লাগিয়ে তা দখলের চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আলী গং পূর্ব থেকেই এ জমি নিয়ে দাবি করে আসছিল।
গুরুতর আহত মশিউর রহমান ও তার পরিবারের সদস্যদের পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়েছে। এ বিষয়ে গংগাছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
গংগাচড়া থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, জমি সংক্রান্ত এই বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যেন ভবিষ্যতে এমন সংঘর্ষ আর না ঘটে। এ বিষয়ে গংগাছড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৬-১-২০২৫ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।