নরসিংদীতে মাজারে হামলা–ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি

নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন বিভিন্ন দরবার, মাজার ও আখড়ার ভক্তরা।
বিশ্ব সুফি সংস্থা নরসিংদী জেলা শাখা এ মানববন্ধন আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নরসিংদী জেলার ছয়টি উপজেলার দরবার, মাজার ও আখড়ার শতাধিক ভক্ত অংশ নেন। তাঁরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে দরবার, মাজার, খানকা ও আস্তানার নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় সমন্বয়ক সুফি মুখলেসুর রহমান, জেলার বিভিন্ন মাজার ও দরবার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন।