নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা ববি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচতলায় এসে শেষ হয়।
পরে প্রশাসনিক ভবনের নিচতলায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের রাকিব আহমেদ, শিক্ষার্থী সিফাত হোসেন, মাইনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম রানা প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতিত সরকার দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।এমনকি তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু ছাত্র-জনতার রক্তের ওপর এই ফ্যাসিস্টদের আর কোনো উত্থান হতে দেওয়া হবে না। ছাত্রলীগ যদি ববি ক্যাম্পাসে কোনো কর্মসূচি দেওয়ার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।