লালমাইয়ে কৃষি উন্নয়নে প্রযুক্তি ও উদ্যোক্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলমঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “
এ স্লোগান নিয়ে লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, উদ্যোক্তা তৈরি ও কৃষি উন্নয়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারী বিকেল ৪ টায় লালমাই থানা সংলগ্ন মাঠে উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর উন্নত কৃষি বান্ধব বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষিত দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।কৃষি উদ্যোক্তা তৈরীর মাধ্যমে তরুণ সমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেই সাথে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।
উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ আবদুল মান্নান মোল্লা এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ আল নোমান।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জিয়া উদ্দিন, মোঃ আলমগীর হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর সর্দার,সদস্য মোঃ তোফায়েল মজুমদার প্রমুখ।