অপরাধএক্সক্লুসিভবরিশালবরিশাল বিভাগবাংলাদেশবিভাগ

বরগুনায় সাংবাদিকতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

বরগুনা প্রতিনিধি : সাংবাদিকতার প্রভাব খাটিয়ে বরগুনায় জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী গ্রামের সহিদুল আলম শাহিন লিখিত বক্তব্যে বলেন, বিগত ০৫ আগস্ট সরকার পতনের পর এই সুযোগে আমাদের রেকর্ডিয় ভোগদখলীয় জমি প্রায় ০৮ একর ৬১ শতাংশ আমাদের নামে দলিল রয়েছে। এই জমি আমরা প্রায় ৮০ বছর ভোগ দখলে আছি। ঐ জমিতে নলটোনা ইউনিয়নের মৃত হোচেন মল্লিকের পুত্র কথিত সাংবাদিক জহিরুল ইসলামের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে জমি দখলসহ, ভেকু দিয়ে পুকুর খনন ও গাছপালা দখল করে নিয়েছে। আমরা লোকের মাধ্যমে জানতে পেরে ঘটনা স্থলে উপস্থিত হয়ে কাজে বাধা দিলে জহিরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন চালায়। ওদের সন্ত্রাসী কর্মকান্ডে আমরা জীবনের ভয়ে পালিয়ে আসি। থানায় এদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করি। প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে জহিরুল ও বাদলকে থানায় ডাকে। তারা বিষয়টি আমলে না নিয়ে আইনকে অমান্য করে ক্ষমতার প্রভাব দেখিয়ে থানায় উপস্থিত হয়নি। এই কথিত সাংবাদিক জহিরুল ইসলাম বরগুনা প্রেসক্লাবের সভাপতি দাবি করে বিভিন্ন সরকারি দপ্তরে ক্ষমতার প্রভাব বিস্তার করে। এর আগেও কথিত সাংবাদিক জহিরুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় তার অপকর্মের প্রতিবেদন প্রচার হয়। ৩০ জানুয়ারি পাথরঘাটায় চাঁদা আনতে যাওয়াতে জহিরুল ও তার সহযোগিদের পাথরঘাটা প্রেসক্লাবে ধরে নেন এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন। জহিরের অপসাংবাদিকতার প্রভাব আমরা কোন অফিস আদালতে ন্যায় বিচার পাইনা। আমাদের জমির বিভিন্ন দাগ, খতিয়ান উল্লেখ করে জাল জালিয়াতি করে দলিল বের করেন। যে দলিলের কোন সত্যতা পাওয়া যায় নায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহিদুল আলম শাহিনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মোল্লা ও খালাতো ভাই মোঃ জাকির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button