সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০টায় নগরের চান্দগাঁও এলাকার মোহরা, এম এস পার্ক কমিউনিটি সেন্টারে চান্দগাঁও প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সদস্য প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো শহিদুল ইসলাম।
তিনি বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের মাঝে কোন ধরনের ভেদাভেদ থাকা উচিত নয়। সকল ভেদাভেদ পরিহার করে মানুষের কল্যাণে ও মানবিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আর্ত মানবতার কল্যাণে ও মানবিক উন্নয়নে কাজ করলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব হবে। তাই সকলকে মানবিক হয়ে সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
শহিদুল ইসলাম আরও বলেন, প্রতিবন্ধিরাও মানুষ। তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে। সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিবন্ধিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা বলেন, আমি ভালো আছি এ ধারণা থেকে বেরিয়ে আমরা ভালো আছি এ ধারণায় এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। আমি ও আমরা একসাথে এ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সকল বিত্তশালীকে সাধ্যমত পিছিয়ে পরা মানুষের কল্যাণে ও আর্ত মানবতার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ সভাপতি এম এ সবুরের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান ও সহ সমাজ কল্যান সম্পাদক ফারহানা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য মো হাসান মুরাদ, চান্দগাঁও প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি শিউলি চক্রবর্তী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সংগঠনের পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধিদের মাঝে শীত উপহার বিতরণ করেন।