খেলাধুলারাজনীতি

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে : আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, কিন্তু এখনও আমরা পরিপূর্ণ স্বৈরাচারমুক্ত হতে পারিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে বসে আছে। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ভাসানটেক ও শেরেবাংলানগর থানার মধ্যকার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ যখন স্বৈরাচারমুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচারমুক্ত ও স্বাধীন বাংলাদেশে দেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত করতে চাই।ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্রীড়া সংগঠনের ক্লাবগুলোকে দলীয়করণ করে খেলার মাঠগুলো তারা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে মাঠগুলো ধ্বংস করে ফেলেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই ক্রীড়া সংগঠনের ক্লাবগুলো যাতে দলীয়করণমুক্ত করা হয়। ক্লাবগুলোতে স্বৈরাচারের অনুসারীদের যে প্রভাব এখনো রয়ে গেছে, সেগুলো থেকে ক্লাবগুলোকে মুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, এল রহমান, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মাহাবুবুর রহমান, মনিরুল আলম রাহিমী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির, শেরেবাংলানগর থানার যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ,  সাকিব সারোয়ার, মিজানুর রহমান ইসহাক, মীর মো. কামাল হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু প্রমুখ।

জুমার পর মিরপুর ১০ নম্বরে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবারের আয়োজন করা হয়। এতেও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button