মৃত্যুর পরও সাওয়াব পাওয়ার কিছু উপায়ঃ

১। কাউকে কুরআন হাদিয়া দিন সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি সাওয়াব পেতে থাকবেন।
২। একটি হুইল চেয়ার হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য সাওয়াব পেতে থাকবেন।
৩। মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন। মুসল্লীরা যতদিন নামাজ পড়বে ততদিন সেখান থেকে আপনি নেকি পেতে থাকবেন।
৪। গাছ লাগান, যখনই কেউ গাছটি থেকে উপকার পাবে তখনই আপনিও সেখান থেকে সাওয়াব পাবেন।
৫। কাউকে জায়নামাজ হাদিয়া দিন, যতদিন এই জায়নামাজে সালাত পড়বে আপনিও সাওয়াব পেতে থাকবেন।
৬। কল স্থাপন করে দিন, যতদিন পানি পান করবে আপনিও সাওয়াব পেতে থাকবেন।
৭। মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া।
৮। কাউকে ইসলামিক বই হাদিয়া দেওয়া।
৯। কাউকে কোনো সহিহ আমল শেখানো। যতদিন সে তা আমল করবে ততদিন আপনিও সাওয়াব পেতে থাকবেন। আবার তার মাধ্যমে অন্য কেউ ওই আমল শিখলে তার নেকিও আপনি পেতে থাকবেন। এভাবে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার নেকি প্রসারিত হতে পারে।
১০। সব থেকে বড় উপায় হলো তথ্যটি শেয়ার করুন, কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে তবে আপনিও নেকি পাবেন ইন শা আল্লাহ্
ছোট ছোট সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন, যা আপনার মৃত্যুর পরও নেকি পৌঁছাতে থাকবে আপনার আমল নামায়। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে চালু থাকবে আপনার সাদকায়ে জারিয়ার নেকি। সুবহানাল্লাহ
▪️রাসূল সাঃ বলেন”যে ব্যক্তি মানুষকে নেক কাজে দাওয়াত দিবে, সেও আমলকারীর সমান নেকী পাবে”।
—সহীহ মুসলিম – ৬৯৮০