সূরা:’আন্ ‘নিসার↠২৮-৩১ আয়াতে আল্লাহ পাক বলেনঃ

●══════════●
∘──༅༅༎﷽༎༅༅──∘
[২৮]
يُرِيْدُ اللُّٰه اَنْ يُخَفِّفَ عَنْكُمْ وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيْفًا۞
❒︎➪•”আল্লাহ্ তোমাদের বোঝা হালকা করতে চান।
‘কারণ ‘মানুষকে দূর্বল রুপে ‘সৃষ্টি করা হয়েছে।
●═══════════════════●
[২৯]
يَٓااَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَأْكُلُوْٓا اَمْوَلُكُمْ بَيْنَكُمْ بِالْبَطِلِ اِلَّٓا أَنْ تَكُوْنُ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ،، وَلَا تَقْتُلُوْٓا اَنْفُسَكُمْ، اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا۞
✰➪•”হে ‘মুমিনগণ তোমরা ‘অন্যায়ভাবে কারো মাল সম্পদ দখল করে খেয়োনা। তবে তোমাদের পরস্পরের ‘সম্মতিতে যে ব্যবসা করা হয় সেটা বৈধ।
“তোমরা ‘অন্যায়ভাবে পরস্পরকে হত্যা করিও না। ‘নিশ্চয়ই ‘আল্লাহ্ ‘তা’য়ালা’ তোমাদের প্রতি ‘দয়ালু।
●═══════════════════●
[৩০]
وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا،، وَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا۞
✮➪•”আর যে ব্যক্তি ‘জুলুম অথবা বাড়াবাড়ি’ করবে। তাঁকে আমি খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করবো।
-এটা আল্লাহর পক্ষ থেকে অতি সহজ।
●═══════════════════●
[৩১]
اِنْ تَجْتَنِبُوْا كَبَآيِرَ مَاتُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيْمًا۞
❐➪•যে গুলো সম্পর্কে তোমাদের’ ‘নিষেধ করা হয়েছে,,যদি তোমরা সেইসব বড় বড় গুনাহ্ গুলো থেকে বেঁচে থাকতে পারো।
”তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ‘ক্ষমা করে দিবো। এবং তোমাদের ‘মর্যাদাপূর্ণ স্থানে(জান্নাতে) প্রবেশ করাবো।
●═══════════════════●
📖[‘সূরা:আন্ নিসা,”আয়াত-২৮-৩১]📖
●═══════════════════●
❐'সুবহান-আল্লাহ্❐