অব্যাবস্থাপনা

উদ্দীপন এনজিও কর্তৃক কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি দখল! 

মুহাম্মদ জুবাইরঃ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় উদ্দীপন নামক এনজিও কর্তৃক জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মরহুম সোনার মিয়ার ছেলে আবদুল নবী গংয়ের মালিকানাধীন এই সম্পত্তি দখলের কাজে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে নুর আহমদ মেম্বারের বিরুদ্ধে। এছাড়া এনজিও প্রতিষ্ঠান উদ্দীপনের কর্মকর্তা নুরুল আমিন সহ ভাড়াকৃত সন্ত্রাসীদের হুমকি ধমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে আবদুল নবী স্থানীয় কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং -১৪৯২।২৪। সম্পত্তি জবর দখলের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহানগরের আদালতে বিশেষ আমমোক্তার নামা মূলে মোঃ মোজাম্মেল হকের মাধ্যমে ফৌঃ কাঃ বিধি ১৪৫ ধারামতে আবদুল নবীর পক্ষে একটি মিছ মামলা দায়ের করেন, যার নং-১৮৮/২৫। 

এ ব্যাপারে ভুক্তভোগী আবদুল নবীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা মৌজার আর.এস ৯৮৯ খতিয়ানের ২৫৬ দাগের মোট সম্পত্তি ৫ শতকের মধ্যে ৪ শতক সম্পত্তি সিডিএ কর্তৃক অধিগ্রহণ করা হয়। অতঃপর ভুলবশত ১ শতকের পরিবর্তে বিএস নামজারী খতিয়ানে ৩ শতক সম্পত্তি লিপিবদ্ধ হয়। উক্ত সম্পত্তি ক্রয়সূত্রে উদ্দীপন মালিক হয়ে, বিএস নামজারী খতিয়ান নং ৫১৮২ এর দাগ নং ৭৬৯ হইতে ০৩ শতক সম্পত্তির মালিক দাবী করলেও, উক্ত দাগের সমুদয় সম্পত্তিসহ অন্যান্য দাগের প্রায় ৪/৫ গন্ডা সম্পত্তি জবরদখল করে, জোরপূর্বক চারপার্শ্বে বাউন্ডারী দেওয়াল নিমার্ণ করে আমাদের সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা চালানো হয়। তিনি আরও জানান, বিভিন্নভাবে তাকে এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হতে পারে। ভুক্তভোগী আবদুল নবী তার সম্পত্তির জবর দখল ঠেকাতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮(১) ধারামতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত করেন। এ ব্যপারে জানতে উদ্দীপনের কর্মকর্তা নুরুল আমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button