দেশরাজনীতি

খুলনা নগর বিএনপির সম্মেলন : নেতৃত্ব আসবে কাউন্সিলরদের ভোটে

মহানগর বিএনপির সম্মেলনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের তিন বছর পর আগামী ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি করা হচ্ছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (১৬) ফেব্রুয়ারি রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশ, পরদিন সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও সন্ধ্যায় জমাদান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যাচাই-বাছাই ও বিকেলে প্রত্যাহার করা যাবে। একই দিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্মেলনের নির্বাচিত কাউন্সিলর অধিবেশনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলটির মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন জানিয়েছেন, মূলত দলের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরের ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে।

২০২১ সালে খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিনের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটিতে অ্যাডভোকেট এস এম শফিকুল আল মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়।পরবর্তীতে ২০২২ সালের ১ মার্চ ঘোষিত হয় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি।

দলটির নগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে আমরা নগর সম্মেলনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা একটি সুন্দর সম্মেলন করতে চাই। ইতিমধ্যে সম্মেলন সফলে ২১টি উপকমিটি করা হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা এসব কমিটি কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button