এক্সক্লুসিভ

“অপারেশন ডেভিল হান্ট” চাঁদপুরে গ্রেপ্তার ৮১

মোঃ সোহেল রানাঃ
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ৯ দিনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাকঘাটস্থ নিজ বাসভবন থেকে সারাদেশে চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তাকে এজাহারভুক্ত তিনটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়াও সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, অস্ত্রশস্ত্র, অন্যান্য যন্ত্রপাতি এবং মেসের সামনে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন হলুদ রংয়ের একটি মিনি ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো (ন–১২-৫৭৫৬) উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান খান, শাহারাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রকি, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, গত ৯ দিনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button