আইন ও বিচারএক্সক্লুসিভ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী পন্যসহ ২জন আটক

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি পিচ, কম্বল, তৈরি পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

এ সময় চোরাকারবারীকেও আটক করে বিজিবি। আটককৃতরা যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও শার্শা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শাহিদ হাসান (২৫)।


যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি সোমবার আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই জন আসামীসহ সর্বমোট ৩লক্ষ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি-পিচ, কম্বল, তৈরি পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।


বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button