মাওলানা আব্দুল হাবীব আত্তারী হুজুরের দুরুদ শরীফের ফজিলত বিষয়ে বক্তব্য

পাকিস্তানের বিশিষ্ট আলেম, মাওলানা আব্দুল হাবীব আত্তারী হুজুরের দুরুদ শরীফের ফজিলত নিয়ে কিছু বক্তব্য।
- “আপনি যদি চান দুনিয়াতে সুখ ও শান্তি, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- আপনি যদি চান আপনার জীবন থেকে সকল ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- আপনি যদি চান মৃত্যুর সময় রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- আপনি যদি চান আপনার কবর নূরে ভরে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- কেয়ামতের সময় নবী ﷺ-এর চেহারা মোবারক দেখতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- কেয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ-এর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- রাসূলুল্লাহ ﷺ-এর সাথে জান্নাতে যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- বারবার মদিনা যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
- স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
আর কী বাকি আছে জীবনে? জীবনের যা চাই, মৃত্যুর সময় যা চাই, আর কেয়ামতের দিন যা
চাই—সবই তো চেয়ে নিলাম। এখনো কিছু বাকি আছে কি?
▪️আপনার রিজিকে বরকত চান? দুরুদ শরীফ পড়ুন।
▪️আপনার সম্মান বৃদ্ধি চান? দুরুদ শরীফ পড়ুন।
▪️ সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি চান? দুরুদ শরীফ পড়ুন।
▪️ঈমানের সাথে মৃত্যু চান? দুরুদ শরীফ পড়ুন।
▪️রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গী হয়ে জান্নাতে যেতে চান? দুরুদ শরীফ পড়ুন।
◾দুরুদ শরীফ—সমস্ত সমস্যার সমাধান
আমাদের জীবনের সব রকমের সমস্যা সমাধান দুরূদ শরীফের মধ্যে মজুদ রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা দুরুদ শরীফের ফজিলত শুনে মাঝে মাঝে জোসে অনেকবার পড়িও, কিন্তু কন্টিনিউ করতে পারি না। এটা নিয়মিত করার জন্য একটি পদ্ধতি বের করুন। প্রয়োজন হলে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে রাখুন, যেকোনো ভাবেই হোক এ সংখ্যাটা সারাদিন আমি পূরণ করবোই—এমন নিয়ত করুন। ১০০ বার, ২০০ বার, হাজার বার—যত পারেন পড়ুন। আর দুরুদের বরকত আপনার চোখের সামনে দেখুন।”
আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে দুরুদের বরকত লাভের তাওফিক দান করুক।