জুলাই আন্দোলনে যাওয়া ভুল ছিলো,আমাদের আবেগকে কাজে লাগানো হয়েছে

জুলাই আন্দোলনে যাওয়া ভুল ছিলো এমন একটি পোস্ট করেন অভিনেত্রী সায়লা সুলতানা সাথি যার হুবহু তুলে ধরা হলো। বলতে এখন বাধ্য হচ্ছি জুলাই আন্দোলনকে সমর্থন করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলো।সাধারন জনগনের ইমোশনকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা উঠিয়েছে সবাই ।
বাংলাদেশ এর মতো নোংরা রাজনিতী আর অসভ্য জাতি পৃথিবীর কোথাও নেই। সবাই এক ! ক্ষমতা লোভী। আগে ক্ষমতার অপব্যবহার একদল করতে পারতো । আর এখন আমরা সবাই রাজা , সবার হাতে ক্ষমতা । আগে একদল লুটত এখন সবাই মিলে লুটছে। ৯০ ভাগ হয়ে গেছে হিংস্র পশু আর ১০ ভাগ মানুষ যে টিকে আছে এদের ও দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। শুধু শুধু নিষ্পাপ প্রান গুলো গেলো না ?

কোন স্বপ্ন দেখিয়ে এতো গুলো মানুষকে রাস্তায় নামিয়েছিলেন সমন্বয়ক ভাইয়েরা? আপনারা এখন কি করছেন? আমাদের হতাশ কেন করছেন? আমরা কোনো স্বার্থ হাসিল করতে আপনাদের সমর্থন করি নাই । আমরা তখন ও শান্তি চেয়েছি , এখন ও শান্তি চাই । আল্লাহর রস্তে যদি দেশ সামলাতে না পারেন , দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারেন , ক্ষমতা ছাড়েন !
অন্যায়কে অন্যায় বলতে শিখুন। নিজের দেশের মানুষের কাছে নিজেদের জীবনের নিরাপত্তা নেই এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না।