ইসলাম ধর্ম
সূরা তীন, মক্কী আয়াত- ৮, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম আন্জীরের ও যায়তূনের,
২। এবং সিনাই প্রান্তরে অবস্থিত তুরের,
৩। আর এই নিরাপদ নগরীর,
৪। আমি তো মানুষকে সৃষ্টি করেছি অতিশয় সুন্দর গঠনে।
৫। অতঃপর আমি তাকে ফিরিয়ে দেই হীন থেকে হীনতম অবস্থায়,
৬। কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
৭। অতএব, এরপরও কিসে তোমাকে শেষ বিচার সম্বন্ধে অবিশ্বাসী করছে?
৮। আল্লাহ্ কি সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?