সূরা বালাদ, মক্কী আয়াত- ২০, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। না, আমি কসম করছি এই নগরীর,
২। আর এই নগরীতে আপনার জন্য যুদ্ধ করা সিদ্ধ হবে,
৩। কসম জন্মদাতার ও সন্তান-সন্ততির,
৪। অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে অত্যন্ত কষ্টের মধ্যে।
৫। সে কি ধারণা করে যে, তার উপর কারও ক্ষমতা চলবে না?
৬। সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ খরচ করে ফেলেছি।
৭। সে কি মনে করে যে, কেউ তাকে দেখেনি?
৮। আমি কি তাকে দান করিনি দু’টি চক্ষু?
৯। এবং জিহ্বা ও দু’টি ঠোঁট?
১০। আর আমি তো তাকে দেখিয়ে দিয়েছি দু’টি পথ
১১। অতঃপর সে দুর্গম পথ অতিক্রম করে চলেনি।
১২। আপনি জানেন কি, সে দুর্গম খাঁটি পথ কি?
১৩। তা হল, কোন দাস মুক্ত করা,
১৪। অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা,
১৫। এতিমকে, যে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত,
১৬। অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে;
১৭। অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান আনে, এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং উপদেশ দেয় দয়া মায়ার।
১৮। এরাই ডান দিকওয়ালা সৌভাগ্যশালী।
১৯। আর যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে, তারাই বাম দিকওয়ালা, হতভাগা।
২০। তারা হবে অগ্নি পরিবেষ্টিত বন্দী।