সূরা লাইল, মক্কী আয়াত- ২১, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
২। আর কসম দিবসের, যখন সে উদ্ভাসিত হয়,
৩। আর কসম তাঁর, যিনি সৃষ্টি করেছেন নরও নারী।
৪। নিশ্চয় তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের
৫। অতএব, যে ব্যক্তি দান করে এবং মুত্তাকী হয়।
৬। এবং যা উত্তম তা সত্য বলে বিশ্বাস করে,
৭। আমি অবশ্যই তার জন্য সহজ করে দেবা সুখ-শান্তির পথ।
৮। আর যে ব্যক্তি কার্পণ্য করে এবং নিজেকে বেপরোয়া মান করে,
৯। এবং যা উত্তম তা অস্বীকার করে,
১০। আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব কঠোর পরিণামের পথ।
১১। যখন সে ধংসের মধ্যে পতিত হবে, তখন
তার ধন-সম্পদ তার কোন কাজে আসবে না।
১২। নিশ্চয় আমার দায়িত্ব শুধু পথ প্রদর্শন করা
১৩। আর আমারই আয়ত্বে রয়েছে পরকাল ও ইহকাল।
১৪। আমি তো তোমাদেরকে সতর্ক করে দিয়েছি লেলিহান অগ্নি সম্পর্কে,
১৫। তাতে কেবল তারাই প্রবেশ করবে, যারা নিতান্ত হতভাগ্য।
১৬। যারা অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
১৭। আর তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে, যে অত্যন্ত মুত্তাকী,
১৮। যে স্বীয় ধন-সম্পদ দান করে নিজের আত্মশুদ্ধির জন্য।
১৯। এবং তার প্রতি কারো কোন অনুগ্রহের প্রতিদানের জন্য নয়।
২০। কেবলমাত্র তার মহান রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে
২১। আর সে তো অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে।