সূরা শামস, মক্কী আয়াত- ১৫, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম সূর্যের ও তার কিরণের,
২। এবং কসম চন্দ্রের, যখন তা সূর্যের পশ্চাতে আসে,
৩। আর কসম দিবসের যখন সে সূর্যকে উদ্ভাসিত করে ফেলে,
৪। এবং কসম রাত্রির, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ফেলে,
৫। আর কসম আসমানের এবং যিনি তা বিছিয়ে দিয়েছেন, তাঁর,
৬। এবং কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর,
৭। কসম মানুষের আত্মার এবং যিনি তাকে আকৃতিতে সুঠাম করেছেন, তাঁর,
৮। অতঃপর তাকে তার মন্দকর্ম ও তার তাকওয়ার জ্ঞান দান করেছেন;
৯। অবশ্যই সফলকাম হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পরিশুদ্ধ করেছে;
১০। আর বিফলকাম হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পাপাচারে কলুষিত করেছে।
১১। ছামুদ সম্প্রদায় নিজেদের অবাধ্যতাবশতঃ (নবীকে) অস্বীকার করেছিল।
১২। যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তি উটনীটি বধ করতে তৎপর হয়ে উঠল।
১৩। তখন তাদেরকে আল্লাহর রাসূল বললেন: আল্লাহর উটনী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সাবধান হও।
১৪। কিন্তু তারা তাঁকে অস্বীকার করল এবং উটনীটিকে বধ করল। ফলে তাদের রব্ব তাদের পাপের কারণে তাদের উপর সর্বগ্রাসী ধ্বংস প্রেরণ করে একাকার করে দিলেন।
১৫। আর এই ধ্বংসক্রিয়ার পরিণামে আল্লাহ্ কোন আশংকা করেন না।