এক্সক্লুসিভ

জায়গা জমি নিয়ে বিরোধ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রতন বড়ুয়া চট্টগ্রামঃ চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাই ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বেলা আড়াইটার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী নুরুল আলম বকুল (৪১) পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন এবং ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন। তার স্ত্রী ও সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল আলমের সঙ্গে তার সৎ মা ও সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাসরিন আক্তার লিজা জানান, ঝগড়ার একপর্যায়ে নুরুল আলমকে লাঠি দিয়ে আঘাত করেন তার সৎ ভাই নাজিম উদ্দিন, মো. দিদার, সৎ বোন মুন্নি ও সৎ মা সাহেদা বেগম। গুরুতর আঘাতে নুরুল আলমের মাথার মগজ বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রতিক্রিয়া

ঘটনার খবর পেয়ে রাউজান থানার ওসি মণিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের পর নিহত নুরুল আলমের পার্কিংয়ে রাখা ব্যক্তিগত গাড়ির আয়নাও ভাঙচুর করা হয়।

স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা প্রকৌশলী মো. ইলিয়াছ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সামান্য জায়গা-জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে খুনের মতো ঘটনা সত্যিই মর্মান্তিক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সম্প্রতি রাউজানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৫ মার্চ একই ইউনিয়নের আমিরহাট বাজারে যুবদল কর্মী কমর উদ্দিন জিতু খুন হন। এর আগে দক্ষিণ রাউজানে ব্যবসায়ী মো. জাহাঙ্গীর জুমার নামাজে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে রাউজানে সাতজন খুনের শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বর্তমান পরিস্থিতির তুলনা করে রাউজানের শান্তি-শৃঙ্খলা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button