ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় আগুনে নিঃস্ব তিন সহদর

আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামে গতকাল এপ্রিল ০৭ (মঙ্গলবার) দিবাগত রাত ২টার দিকে বসত বাড়ীতে আগুন লেগে তিন সহদরে ঘর ও ঘরের সকল জিনিসপত্র পুড়ে গিয়েছে। কারো ঘর থেকেই কেউ কোন জিনিসপত্র বের করতে পারেনি। সব কিছু পুড়ে কয়লা ও ছাই হয়ে গিয়েছে। অবশিষ্ট বলতে আছে শুধু ভিটামাটি। তাদের চাচার পুড়েছে গোয়াল ঘর। প্রত্যক্ষদর্শী শেখ হাদীর ধারণা রান্না ঘর থেকে আগুনের সূত্র হয়েছে। কারণ তিনি প্রথমে রান্না ঘরে আগুন দেখতে পেয়েছেন।
মোঃ পলাশ মোল্যা, মোঃ হেলাল মোল্যাা ও মোঃ সোহাগ মোল্যার ঘর এবং সকল কিছু পুড়ে গিয়েছে। এই তিনজন সহদর। তাদের পিতার নাম ইলিয়াস মোল্যার। ইলিয়াস মোল্যার ভাই এজলাস মোল্যার শুধু গোয়াল ঘর পুড়ে গিয়েছে। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস রাত ৩ টার দিকে উপস্থিত হয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।