পাঁচমিশালি

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ইউএনওর কাছে

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান (অরুন) এর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দশম শ্রেণীর বায়েজিদ, মুবিন, গিয়াস, সুমিসহ ৩৯ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেছেন বিদ্যালয়ের গাছ ৮ লক্ষ টাকা বিক্রি করেছে ও পুরাতন ভবন বিক্রি করেছেন।তবে টাকার কোন হদিস নেই। শ্রেণিকক্ষের অভাব রোদ বৃষ্টিতে ভিজে ক্লাশ করতে হয় সে জন্য শিক্ষার্থীরা স্কুলে আসে না অনেকেই। বিদ্যালয়ের বেঞ্চের জন্য জেলা পরিষদের এক লক্ষ টাকা বরাদ্দ দেয় নতুন বেঞ্চ না বানিয়ে পুরাতন বেঞ্চে রং করে জেলা পরিষদ লিখে দিয়েছে, স্কুলের বাউন্ডারি ভাঙ্গা বহিরাগত পোলাপান বিরক্ত করে, স্কুলের সাইন্সের কোন যন্ত্রপাতি নেই, যার কারণে বিজ্ঞান বিষয়ে প্রক্টিকেল ক্লাশ হয় না, অথচ সাইন্স ল্যাবের জন্য ৯৫ হাজার টাকা বরাদ্দ এসেছে, আইসিটি রিলেটেড কোন সামগ্রী নেই, আইসিটি প্রক্টিকেল হয় না, স্কুলে তেমন কোন সহ-শিক্ষা কার্যক্রম হয় না, বার্ষিক শিক্ষা সফরের টাকা নেই বলে বার্ষিক শিক্ষা সফরে নেয়া হয় না, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি প্রতিযোগিতার ব্যবস্থা করেন না, বিদ্যালয়ে বিভিন্ন দিবস উদযাপনে তিনি অনুউৎসাহিত করেন, এ বছরে পহেলা বৈশাখ অনুষ্ঠানের জন্য অধিদপ্তরের নির্দেশনা থাকতেও আগ্রহ দেখাননি, ছাত্র-ছাত্রীদের সাথে শক্ত মেজাজে কথা বলেন এবং মাঝে মাঝে এসেম্বলিতে দাঁড় করিয়ে বেধড়ক পিঠানসহ ১৭ টি অভিযোগ উল্লেখ করে অভিযোগ পত্রে।

শিক্ষার্থীরা আরোও বলেন প্রধান শিক্ষক কতিপয় কিছু সাংবাদিক দের টাকা দিয়ে তার অপরাদ ঢাকার চেস্টা করছেন।

গত বুধবার স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের সামনে বোয়ালমারী-মোহাম্মদপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছায়ে শিক্ষার্থীদের শান্ত করে আশ্বাস দিয়ে ক্লাসে ফিরিয়ে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যত অভিযোগ সবই মিথ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি তানভীর হাসান চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলতেছে। তদন্ত্র শেষে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button