আলফাডাঙ্গায় মন্দিরসহ ৫টি বাড়ীতে অগ্নি সংযোগদেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার চার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামে গত ২৯ এপ্রিল মধ্যরাতে একসাথে মন্দিরসহ ৫টি বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় ছাত্রলীগ ও কৃষকদল নেতাসহ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৯ এপ্রিল) গভীররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার ধুলজুড়ী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও দুটি বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত হলেন: উপজেলাধীন ধুলজুড়ী গ্রামের মোঃ সইদ শেখ এর ছেলে মো: সোহাগ (২২), নিজাম উদ্দিন এর ছেলে মোঃ বরকত আহমেদ (২৫), জালাল উদ্দিন আহমেদ এর ছেলে মো:শাকিল আহমেদ (৩৮), মো: হাবিবুর রহমান (হবিবার) ছেলে মোঃ জাহিদ শেখ (৪০)।
এদের মধ্যে শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহমেদের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বোয়ালমারী উপজেলার সাবেক আহবায়ক এবং জাহিদ শেখ উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদজানায়, এ ঘটনায় তারা তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ।