ব্যাংক ও বীমা

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম জেলা পরিষদ ভবনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.-এর নতুন ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ (TPU) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এই ইউনিটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং মোঃ আসাদুজ্জামান ভূঁঞা।

এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মোঃ নাজিম উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “ট্রেড প্রসেসিং ইউনিট চালুর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং রেমিট্যান্স আহরণ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।”

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই ইউনিট চালুর মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ী ও প্রবাসী গ্রাহকরা আধুনিক ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এই আয়োজনের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তাদের ট্রেড ফিন্যান্সিং ও আন্তর্জাতিক লেনদেন কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button