আইন ও বিচার

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের যুবলীগ  নেতা গ্রেপ্তার

মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা কামাল হোসেন সরকারকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্ৰেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি দন্ডপাল ইউনিয়নের মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে দীর্ঘ দিন ধরে দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে সড়কে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকারকে গ্ৰেপ্তার করে পুলিশ।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে শনিবার বিজ্ঞ আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button