প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সংখ্যা -২৭, তারিখ -০২ ডিসেম্বর ২০২৪ইং পৃষ্ঠা নং – ৩৬ প্রকাশিত “সন্ত্রাস থেকে সাংবাদিক কে এই রাজু” – শিরোনামসহ অন্যান্য মাধ্যমে সুইটি খানম নামে ‘জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’ – নামক পত্রিকার স্টাফ রিপোর্টার আমার বিরুদ্ধে কোনোরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং মনগড়া সংবাদ প্রকাশ করেছে। ‘সন্ত্রাস থেকে সাংবাদিক কে এই রাজু’ শিরোনামে আমাকে জড়িয়ে অপরাধ বিচিত্রায় প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদ সম্পর্কে আমার বক্তব্য নিম্নরূপ ঃ আমি শহিদুল ইসলাম রাজু গত ১৯৯৬ সাল হতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান এর ক্যাশিয়ার স্যুটার এবং কাওরান বাজার এলাকা থেকে চাঁদা উত্তোলন করাতো দূরের কথা আমি ১৯৯৬ সালে রাজধানীর কাওরান বাজার এলাকায় ছিলাম না। আমি আমার নিজ গ্রাম ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন তারাবোনিয়া গ্রামে দীর্ঘদিন যাবৎ বসবাসরত ছিলাম। আমি ২০০৪ সাল হতে দীর্ঘ আট বছর কাওরান বাজার এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলাম। আমি মোঃ শহিদুল ইসলাম রাজু বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও কয়েক রাউন্ড গুলিসহ পাঁচ বছর কারাজীবন ভোগ করি নাই। আমার বিরুদ্ধে মাদক, অস্ত্র বা অন্য কোনো মামলা নেই। আমার পিসিপিআর তথ্য তাই বলে। আমি অপরাধ জগতের আরেক কুখ্যাত নাম আঙ্গুরি নামে কাউকে চিনিনা। আমি সাংবাদিক পরিচয়ে পতিতালয় পরিচালনা, হানিট্ট্যাপ চাঁদাবাজিসহ মাদক ব্যবসায়ীকে মদদ দেওয়া কিংবা প্রশ্রয় দেওয়ার হীন মনমানসিকা আমার নেই। আমার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারামারি এবং চাঁদাবাজিসহ একাধিক অপকর্ম ঘটিয়ে কয়েকটি মামলার অভিযোগ রয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং কাল্পনিক। আমার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারামারি এবং চাঁদাবাজির কোন মামলা নেই। আমি মোঃ শহিদুল ইসলাম রাজুর বিরুদ্ধে সুইটি খানম কর্তৃক সংবাদে উল্লেখ করেছে আমি মাদক, অস্ত্র পতিতালয় পরিচালনা, হানিট্ট্যাপ, চুরি, ছিনতাই, মারামারি এবং চাঁদাবাজির সাথে জড়িত। আমি এসব বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকলে আমার বিরুদ্ধে এসব অপকর্মের অসংখ্যা মামলা থাকত। আমার বিরুদ্ধে অদ্য পর্যন্ত কোন মামলা নেই এবং এসব অপকর্মের কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। সুইটি খানম আমার বিরুদ্ধে তার সংবাদে উল্লেখ করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পতনের পর ৫ আগষ্ট পরবর্তী সময় কাওরান বাজারে আধিপত্য বিস্তারে হয়রানিসহ টাকা আদাইয়ের উদ্দেশ্যে তেজগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় একাধিক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং মনগড়া গল্প সাজিয়ে একাধিক ব্যক্তির নামে আমি বাদী হয়ে মামলা দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং আমার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেছে তা সুইটি খানমের বিকৃত মস্তিষ্কের সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। সুইটি খানম আমার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় যে দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেছে যার একটি মামলা নং এফ আই আর ৭২/১১৬৭, জি আর নং ১১৬৭/২০২১ যার বাদী আমি শহিদুল ইসলাম রাজু এবং অপর মামলাটি এফ আই আর ২৭/১০১৯, জি আর নং ১০১৯/২০২২ যার বাদী সুইটি খানম নিজে। এছাড়া সুইটি খানম আমার বিরুদ্ধে তার প্রকাশিত সংবাদে আমার একান্তই ব্যক্তিগত এবং অভ্যন্তরীণ পারিবারিক বিষয় নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তা সংবাদ প্রকাশে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এছাড়া সুইটি খানম গত ১০/১১/২০২৪ইং তারিখ তার প্রকৃত নাম ব্যবহার না করে ফেসবুক আইডি জান্নাত ইসলাম নাম ব্যবহার করে আমার ব্যক্তিগত ছবি প্রদর্শন করে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া মিথ্যা তথ্য দিয়ে “জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রায়” প্রকাশিত “সন্ত্রাস থেকে সাংবাদিক কে এই রাজু” শিরোনামে হুবহু সংবাদটি প্রকাশ করে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় আমি সুইটি খানমের বিরুদ্ধে গত ১১/১১/২০২৪ইং তারিখ একটি লিখিত অভিযোগ প্রদান করি। গত ২০/০৩/২০২৪ইং তারিখ ইন্দ্রজিৎ সরকার নামে একজন সাংবাদিক তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে আমার উপর ক্ষিপ্ত হয়ে “এরা সাংবাদিক নয় সাংঘাতিক” শিরোনামে সমকাল পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমার বিরুদ্ধে করা মিথ্যা সংবাদের বিরুদ্ধে সমকাল পত্রিকার সম্পাদক বরাবর এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ইন্দ্রজিৎ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করি এবং প্রেস বিজ্ঞপ্তি দেই। অবশেষে সমকাল পত্রিকার সাংবাদিক ইন্দ্রজিৎ সরকার আমার বিরুদ্ধে করা মিথ্যা সংবাদ প্রকাশের জন্য ভুল বুঝতে পেরে আমার নিকট দুঃখ প্রকাশ করে। প্রকৃতপক্ষে “জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার” ‘স্টাফ রিপোর্টার’ সুইটি খানম কর্তৃক আমার বিরুদ্ধে করা প্রকাশিত সংবাদটি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া ভুল তথ্য দিয়ে প্রতি হিংসাপরায়ন হয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার পারিবারিক, সামাজিক এবং পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ আমার চরিত্রকে হরন করার উদ্দেশ্যে একটি জঘন্য মিথ্যা অপপ্রচার ছাড়া আর কিছু নয়।