রাজনীতি
আলফাডাঙ্গায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মী কারাগারে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকে গারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ( ১২ মে ) আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক ও নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিনে আসা ২২ আসামি ফরিদপুরে নিম্ন আদালতে হাজির হয়ে পুনঃরায় জামিন আবেদন করলে আদালত বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আবুল কালাম নামে ১ আসামীর জামিন দেয়। এবং বাকী ২১ জনের জামিন না মন্জুর করে তাদের কে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়। এর মধ্যে ২২ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।