কুমিল্লায় ঘুসের দায়ে ০২ ভুমি কর্মকর্তা বরখাস্ত

এম এ মান্নান : চৌদ্দগ্রামে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন-উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামাল হোসেন জানান, সরকার বর্তমানে ভূমিসেবাকে পুরোপুরি অর্থ বানিজ্য । নামজারি কিংবা ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা এখন অনলাইনে সম্পন্ন করা যায়। এ অবস্থায় ভূমি অফিসে কোনো ধরনের নগদ লেনদেনের সুযোগ নেই।
তবে অভিযোগ উঠেছে, মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউসুফ এবং অফিস সহায়ক মনিরুজ্জামান ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে সেবাগ্রহীতাদের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে ৭ মে ২৪ ইং উভয়কে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ প্রদানসহ সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউএনও আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত ঘুস কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করা হচ্ছে।