পাঁচমিশালি

কুমিল্লার উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা নিচ্ছে… ব্যারিস্টার আবদুল্লা আল মামুন

এম এ মান্নানঃ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন কুমিল্লার উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিচ্ছেন৷ তিনি আরো বলেন, কুমিল্লা হল সারা দেশের জন্য রুল মডেল৷ সেই অনুয়ায়ী কুমিল্লা জেলার অনেক এলাকায় তেমন উন্নয়ন হয়নি, বিশেষ করে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়৷ দেশের উন্নয়ন, স্বৈরাচারের পতন, তথা সারা দেশের ন্যায় কুমিল্লা হল আলোচিত একটি নাম৷ বিগত সরকারের আমলে কুমিল্লার নামের সাথে কাজের মিল ছিল না৷ যার কারনে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সম্পদ৷ বর্তমানে তিনি আমাদের কুমিল্লা এলাকার উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন৷ সুযোগ পেলে কুমিল্লা ৫- বুড়িচং – ব্রাহ্মণপাড়ার ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ৷ সোমবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং- ব্রাহ্মণপাড়া দুই উপজেলার মিলনস্থান দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিষ্টার আবদুল্লাহ আল মামুন এসমব কথা বলেছে৷ দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সভাপতি বুড়িচং- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সহ-সভাপতি সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, ঈদগাহ ময়দানের সাধারন সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ কাউছার সবুজ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনায়েত করিম, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোঃ দিদারুল আলম ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ হাসান ভূইয়া, দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সদস্য মোঃ আবু জাহের, মোঃ গিয়াস উদ্দিনসহ দুই উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানে সদস্যরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button