রাজনীতি

“বিকৃত তথ্য নয়, শহীদদের মর্যাদা দিন”—জুলাই শহীদ পরিবার নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে এনসিপি নেতা মশিউর রহমানের তীব্র প্রতিক্রিয়া

📍ডেস্ক রিপোর্টঃ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর দাবি—যে জুলাই শহীদ আরমান মোল্লার পরিবার নাকি কোনো সহায়তা পায়নি—এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান এক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এধরনের তথ্য বিকৃতি শুধু শহীদের পরিবারকে অপমান নয়, পুরো গণআন্দোলনকেই হেয় করার চেষ্টা।”


✅ সহায়তার প্রমাণ ও তথ্য:

তিনি স্পষ্টভাবে জানান, নারায়ণগঞ্জের শহীদ আরমান মোল্লার স্ত্রী সালমা আক্তার গত বছরের ৬ নভেম্বর তারিখে July Shaheed Smrity Foundation থেকে ৫ লক্ষ টাকার একটি চেক বুঝে পেয়েছেন, এবং প্রাপ্তির স্বীকৃতিস্বরূপ সশরীরে সাক্ষর করেছেন।

📌 চেক হস্তান্তরের MIS কোড: ২২৪৯৪

এছাড়াও, সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র সহায়তা অনুমোদিত হয়েছে, যা বর্তমানে প্রসেসে রয়েছে এবং ভবিষ্যতে আরও ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র সহায়তা প্রাপ্তির বিষয়টিও নথিভুক্ত রয়েছে।


📚 সন্তানদের শিক্ষাব্যবস্থা:

আরমান মোল্লার দুই সন্তানকে একটি আবাসিক মাদ্রাসা-এতিমখানায় ভর্তি করানো হয়েছে, যেখানে তাদের সম্পূর্ণ দায়িত্বভারে থাকা-খাওয়া ও পড়াশোনা পরিচালিত হচ্ছে।


🔥 “ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে শহীদ পরিবারকে অপমান করা হচ্ছে”

মশিউর রহমান বলেন:

“কিছু মিডিয়া ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব দেখে প্রতিক্রিয়া না জানিয়ে থাকা যায় না। শহীদ পরিবারের কোনো কষ্ট আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু দায়িত্বপ্রাপ্তদের প্রতি দোষারোপ করার আগে তথ্য যাচাই জরুরি।”


⚠️ “দায়িত্বহীনদের কারণে আহতরা কষ্টে, তাও বাস্তবতা”

যদিও শহীদ পরিবারগুলোর অনেকে যথাযথ সহায়তা পেয়েছে, তিনি স্বীকার করেন যে কিছু আহত পরিবার এখনো সরকারি সহায়তা পেতে হিমশিম খাচ্ছে। চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় লালফিতার দৌরাত্ম্য এবং প্রশাসনিক শৈথিল্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।


🔚 “জুলাই শহীদের রক্ত নিয়ে খেলা নয়, ন্যায়ের বাস্তবায়ন চাই”

তিনি আরও বলেন, “জুলাই শহীদের কোনো পরিবার যদি কষ্টে থাকে, সেটা গোটা জাতির ব্যর্থতা। তাই সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি কেইস দ্রুত নিষ্পত্তি করা।”


🔎 বিশ্লেষণ:
জুলাই বিপ্লবের পর থেকেই শহীদ ও আহতদের পুনর্বাসন এবং সম্মানজনক সহায়তার বিষয়টি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে তথ্য বিকৃতি ও দায়িত্বপ্রাপ্তদের শৈথিল্য—দুটোই এখন অন্যতম প্রতিবন্ধক।


📢 “এটা কোনো দলের বা সরকারের ইজ্জতের প্রশ্ন নয়, এটা জাতির কাছে শহীদদের রক্তের দায়”—এই বক্তব্য এখন শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি একটি নৈতিক চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button