রাজনীতি

ভারত সরকার মসজিদ মাদ্রাসা ধ্বংস করে মুসলিম নিধনের নীল নকশা আঁকছে

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশঃ ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, ভারত সরকার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ৭ জেলায় অবৈধ অভিযান চালিয়ে মুসলমানদের ২৮০ টি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ মাজার ধ্বংস করেছে এইটা জঘন্য মানবতাবিরোধী অপরাধের শামিল।

তিনি ভারতের মোদি সরকারের এহেন সন্ত্রাসী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ভারতের জঙ্গি সরকার দীর্ঘদিন যাবত ভারতে মুসলিম নিধনের নীল নকশা বাস্তবায়নে লিপ্ত রয়েছে। মোদি সরকার ভারতের অভ্যন্তরে মুসলিমদের মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে যাচ্ছে ইহাতে বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
তিনি আরও বলেন, মোদি সরকার মুসলিম বিরোধী এবং কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার,তারা ভারতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সময়ে মুসলমানদেরকে উৎখাত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে,ইহা কোনদিনও বাস্তবায়িত হবে না কারণ ভারতে প্রায় ৪০কোটি মুসলমান বসবাস করে। সকল মুসলমান গর্জে উঠলে হিন্দুত্ববাদী সরকার পালাবার পথ খুঁজে পাবেনা। তিনি ভারতের সকল মুসলমান সহ পৃথিবীর মুসলমানদেরকে ভারতের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান।
তিনি জাতিসংঘ সহ ওআইসি কে ভারতের মোদি সরকারের সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং মানবতাবিরোধী এই সকল অপরাধের জন্য তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে ভারতের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button