এক্সক্লুসিভ

রাতের ধানমন্ডিতে উত্তেজনা, আইন নিজের হাতে তুলে নেওয়ায় তিনজন আটক

ডেস্ক রিপোর্টঃ ২০ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর সড়কে একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত প্রায় ১৫-২০ জন ব্যক্তি ওই বাড়ির গেট ভেঙে প্রবেশের চেষ্টা করছিলেন এবং তারা এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মারমুখী অবস্থান নেন। পুলিশ তাদের শান্ত করতে চেষ্টা করলেও উত্তেজিত ব্যক্তিরা দাবি থেকে সরে আসেননি।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর, আটক ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজে জড়িত হবেন না—এমন মুচলেকা দেওয়ার পর বিকেল ৩টা ৩০ মিনিটে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,

“আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।”

পুলিশ আরও জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করেন বা আইন অমান্য করে ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা করেন, তবে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ ভবিষ্যতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কঠোর অবস্থানে যাওয়ার বার্তা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button