বাংলাদেশি পণ্য স্থলবন্দর দিয়ে ভারতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল,ভোমরা, হিলি,সোনা মসজিদ,বাংলা বান্দা,বুড়িমারী,তামাবিল সহ সকল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশের পরিবহন সেক্টর সহ সিএনএফ,ট্রান্সপোর্ট মালিক,শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।
বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বন্ধ হলে লক্ষ লক্ষ ডলার হারাবে বাংলাদেশ।বেনাপোলের এক পরিবহন ব্যবসায়ী জানান,বাংলাদেশের গার্মেন্টসের পণ্য সহ বিভিন্ন খাদ্য পণ্য ভারতে রপ্তানি বন্ধে পরিবহন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।স্থলবন্দর অকার্য হওয়ায় দেশের বিভিন্ন মিল ফ্যাক্টরির গাড়ি ভাড়া তিন থেকে চার গুণ বৃদ্ধি পাচ্ছে ভোগান্তি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ পর্যন্ত।জানা যায় শনিবার ভারতের বানিজ্য ও শিল্প মমন্ত্রনালয় বাংলাদেশের পোশাক সহ খাদ্য পণ্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে।
রপ্তানিখাতে জড়িত ব্যবসায়ীরা দ্রুত সমস্যার সমাধান চান।না হলে নানামুখী সমস্যায় পড়বেন তারা।এতে স্থলবন্দরে হাজার হাজার মালিক,শ্রমিক বেকার হয়ে পড়বে।
জানা যায় বাংলাদেশ থেকে প্রতিদিন বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশীয় পণ্য প্রায় ১০৫০ টি ট্রাক ভারতে রপ্তানি হতো।