অব্যাবস্থাপনা

বিমান ক্যাটারিং সেন্টারে টেন্ডার দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহায়ক প্রতিষ্ঠান বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (BFCC)-এর ক্রয় বিভাগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক সরবরাহকারী ও টেন্ডারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের দাবি, টেন্ডার প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে নিয়মবহির্ভূত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যোগ্য অনেক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে।

সূত্রের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে একাধিক টেন্ডারে প্রতিযোগিতামূলক দর দেওয়া সত্ত্বেও বরাদ্দ দেওয়া হয়েছে অতীত বিতর্কিত বা অযোগ্য প্রতিষ্ঠানকে, যা BFCC-এর নীতিমালার সরাসরি লঙ্ঘন। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা সরাসরি যোগাযোগ করে কমিশনের প্রস্তাবও দিয়েছেন। এসব ঘটনায় ভুক্তভোগী সরবরাহকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

একজন টেন্ডার অংশগ্রহণকারী বলেন, “আমরা নিয়ম মেনে দরপত্র জমা দেই, কিন্তু পরে দেখি অদ্ভুতভাবে নির্দিষ্ট প্রতিষ্ঠানই বারবার কাজ পাচ্ছে। মনে হয় টেন্ডার খোলার আগেই সিদ্ধান্ত হয়ে যায় কে পাবে।” এতে করে প্রকৃত প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে BFCC কর্তৃপক্ষ দাবি করেছে, সব কার্যক্রম বিধিমালার আওতায় পরিচালিত হয় এবং কেউ অনিয়মে জড়িত থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একাধিক সরবরাহকারী দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি অভিযোগ গ্রহণ প্ল্যাটফর্ম GRS-এ অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে যেন স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত হয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button