ইসলামী ব্যাংকে শরী‘আহ অডিট বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুরু

ডেস্ক রিপোর্টঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুরাকিবদের (শরী‘আহ অডিটর) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী শরী‘আহ অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
এই প্রশিক্ষণের আয়োজন করেছে ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)। ২০২৫ সালের ২৬ মে, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক খোন্দকার মোঃ মুনীরুল আলম আল-মামুন।
বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শরী‘আহ সেক্রেটারিয়েট উইংপ্রধান মুহাম্মদ শামসুদ্দোহা, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারনাল শরী‘আহ অডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রশিক্ষণে ব্যাংকের ইন্টারনাল শরী‘আহ অডিট ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শরী‘আহ্ পরিপালনের ক্ষেত্রে মুরাকিবদের জ্ঞানের পরিধি বৃদ্ধি, নিরীক্ষা দক্ষতা উন্নয়ন এবং শরী‘আহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা।