লাকসামে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে অর্থদণ্ড ও জেল প্রদান

মোঃ খোরশেদ আলমঃ কুমিল্লার লাকসামে অদ্য ২৫.০৫.২০২৫ খ্রি. তারিখে উপজেলা জেলা প্রশাসন , লাকসাম, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে — বিএসটিআই হতে পণ্যের গুনগতমান পরীক্ষণপূর্বক সিএম সনদ গ্রহণ না করে (ইউএস স্টাইল ব্রান্ডের) ফর্টিফাইড সয়াবিন অয়েল, ফর্টিফাইড পাম অলিন, সরিষার তেল, আটা, চিনি, ব্ল্যক টি পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহারের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক
৫০ ০০০/- টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজার কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কায়সার হামিদ, উপজেলা নির্বাহী অফিসার, লাকসাম, কুমিল্লা
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।