আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের তিনটি নতুন ডিপোজিট প্রোডাক্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ আধুনিক প্রযুক্তি ও শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিংয়ের সমন্বয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চালু করলো নতুন তিনটি রিটেইল ডিপোজিট প্রোডাক্ট। এগুলো হলো:
- আল ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট
- মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট
- মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রোডাক্ট তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা গ্রাহকদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই সেবাগুলো দেশের রিটেইল, এসএমই ও তরুণ গ্রাহকদের জন্য ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”
এই প্রোডাক্টগুলো আকর্ষণীয় মুনাফা ও বিভিন্ন সুবিধা প্রদান করে সঞ্চয় ও বিনিয়োগে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর সহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দ। দেশের সব শাখা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল।