আইস্ক্রিম ওয়ালাকে থাপ্পড় মেরে শৃঙ্খলা ফেরালেন ‘তারুণ্যের অধিনায়ক’ নয়ন!

ডেস্ক রিপোর্টঃ সরকার পতনের পর বিএনপির অঙ্গসংগঠনগুলো যেন ‘নতুন যুগে’ প্রবেশ করেছে। আর এই যুগের পুরোধা হয়ে উঠেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
তাঁর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি এবং ‘রাজনৈতিক চড়-থাপ্পড়নীতি’ চালুর অভিযোগ উঠেছে।
গতকাল রাজধানীর নয়াপল্টনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজন ‘তারুণ্যের সমাবেশ’-এ নয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—এক তরুণকে প্রকাশ্যে চড় থাপ্পড় দিয়ে!
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় নয়ন হঠাৎ পেছন থেকে গিয়ে মুখে থাপ্পড় মারেন। উপস্থিত অনেক নেতাকর্মী বিস্ময়ে তাকিয়ে থাকেন—তবে কেউ প্রতিবাদ করেননি।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। দলের ভেতরেও প্রশ্ন উঠেছে—নয়ন কী দলের নতুন ‘শৃঙ্খলা রক্ষী বাহিনী’র কমান্ডার হয়েছেন?
অবশ্য নয়নের বক্তব্য বেশ স্পষ্ট—তিনি কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত, আর বাকিরা নাকি ‘ষড়যন্ত্রে’। তাহলে থাপ্পড়টিও কি কর্মসূচির অংশ ছিল? প্রশ্ন এখন তারুণ্যের মধ্যেই।