অন্যান্য

যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না – সারজিস আলম

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। তিনি আরও বলেন,দেশটি সম্পর্ক ভালো করতে চাইলে তাহলে প্রতিবেশি হিসাবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সীমান্তে ভারত তাদের এজেন্টদের এবং সাধারন নাগরিকদের বাংলাদেশের ঠেলে দেওয়ার চেষ্টা করছে এটা তাদের একটা চক্রান্ত। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না আপনারা সবাই সীমান্তের একেক জন রক্ষী।

তিনি আরো বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বুড়িমারী নাম দিয়ে কিন্তু বুড়িমারীতে ট্রেনটি আসেনা। তাই সকলে একজোট হয়ে যেখানে ট্রেনটি আসে সেখানে গিয়ে সবাই বসে প্রতিবাদ করা উচিত। হয় ট্রেনের নাম পরিবর্তন করা হবে নইলে বুড়িমারী থেকে ট্রেনটি চলবে।

তিনি আরো বলেন,এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সাথে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেই। এই কার্পেটদের মুখোশ উন্মোচন করতে হবে।।

এসময় তাঁর সঙ্গে দলের কেন্দ্রিয় মুখ্য সংগঠক আলী নাদের ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সফরে জেলার অপর চার উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশনেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button