ময়মনসিংহ দৌলত ফুটওয়্যার দোকানের সেলস ম্যান ৪ লক্ষ ৫০ হাজার টাকার জুতা নিয়ে উধাও

মোঃ রাসেল ফকির: ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহ থানার ঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দৌলত ফুটওয়্যার, দোকানের সেলস ম্যান ৪ লক্ষ টাকার উপরে জুতা নিয়ে উধাও। তার নাম মোঃ ইমরান মিয়া (২৫)। জুতা নিয়ে ডেলিভারী দিয়ে আর দোকানে আসে নাই। দোকান মালিক তার সন্ধান না পাওয়ার পর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
দোকান মালিক মোঃ শওকত হাসান বলেন, আমি দীর্ঘদিন যাবত মেসার্স দৌলত ফুটওয়্যার থানার ঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় জুতার ডিলার শীপের ব্যবসা করতেছি। বিবাদী দীর্ঘদিন আমার দোকানের এসআর ও সেলস ম্যান হিসাবে কাজ করে আসছিলো। দূরে কোথাও গেলে সিএনজি রিজার্ভ করে জুতা গুলো পাঠানো হয়। কিন্তু গত ২৬/০৫/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১২.৩০ টার সময় আমার দোকান হইতে নগদ-৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার জুতা নিয়া দূর্গাপুর ডেলিভারী দেওয়ার জন্য যায়।
পরবর্তীতে বিবাদী উক্ত জুতা ডেলিভারী দিয়া আমার দোকানে না আসিয়া আত্মগোপন চলে যায় । ডেলিভারী দিয়ে সকল টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। তার দুটি নাম্বার বন্ধ পাই। বিবাদীর বসত বাড়ীতে গিয়ে তাহার পরিবারের থেকে খুজ করিলে তাহার কোন সন্ধান পাই নাই। এবিষয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করি।
কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম বলেন, তারা আমার কাছে আসছিলো। যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যাবস্থা নিবো।