অব্যাবস্থাপনাএক্সক্লুসিভ

শাকিল মণ্ডলের দুর্নীতিতে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসে হাজার কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কয়েক হাজার কোটি টাকা ক্ষতি সাধন করেছে এনায়ত নগর কাশিপুর অফিসের ব্যবস্থাপক শাকিল মণ্ডল।

অতি দুরুন্তর সাকিল মন্ডল এর দুর্নীতি ধরন অত্যাধুনিক ধরি মাছ না সুই পানি টাইপের।

ফতুল্লার নন্দলালপুরের রুপালী ডাইং,কাশিপুরের এনার ডাইং,অবন্তী ডাইং, ফবির ডাইং, শাহাজালাল ডাইং,সহ তার এলাকায় যত ডাইং আছে প্রতিটি ডাইং থেকে নিয়মিত মাসোআরা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনি কি আবাসিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ থেকে নিয়মিত নিচ্ছে টাকা।

একাদিক সূত্রে জানা যায় এসব মাসোয়ার টাকা বিভিন্ন ঠিকাদারদের মাধ্যমে তার কাছে এসে পৌঁছায়। ঠিকাদারদের যোগসাজশে শাকিল মণ্ডল এর দিকনির্দেশনায় অবৈধ গ্যাস সংযোগ থেকে এই চক্র হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। এসব দেখার যেন কেউ নেই।
এর আগে তিনি জখন মানিকগঞ্জে ছিলেন, তখনও তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ছিলো। পতিত স্বৈরাচার সরকারের আমলে তিনি নিজেকে আওয়ামীলীগ পরিবারের সন্তান বলে পরিচয় দেন।আওয়ামী সরকারের চিপহুইপ
লিটন চৌধুরী নাম ভাঙ্গিয়ে দুর্দান্ত প্রতাপের সাথে বড় বড় কাজ বাগিয়ে তার পছন্দের ঠিকাদারদেরকে দিতেন তার বিনিময় নিতেন কোটি টাকা এরকম অভিযোগ তার বিরুদ্ধে ভুরি ভুরি এমন অভিযোগ তার অফিস সূত্রে জানা যায়। পতিত স্বৈরাচারের ব্যানারে তিনি অফিসে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সেই জন্য নিয়মিত আওয়ামীলীগের সকল মিছিল মিটিং এ সক্রিয় অংশগ্রহণ করতেন। এবং আওয়ামীলীগের মিছিল, মিটিং, সভা, সেমিনারে তিনি ছিলেন অর্থের যোগানদাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button