অব্যাবস্থাপনাআইন ও বিচার

সরকার নির্ধারিত হাসিল ছাড়া পশুর হাটে অর্থ আদায় নিষেধ: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্টঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার হাট কেন্দ্রিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আজ (রবিবার) ডিএমপি হেডকোয়ার্টার্সে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এনডিসি।

সভায় ডিএমপি কমিশনার বলেন, সরকার নির্ধারিত হাসিল ছাড়া পশুর হাটে কোনভাবেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। হাট ইজারাদারগণ এই নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,

  • দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে প্রবেশ করানো যাবে না।
  • পশুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।
  • রাস্তায় যত্রতত্র পশু লোড-আনলোড বা যান চলাচলে বিঘ্ন ঘটালে, কিংবা ব্যাপারীদের জোরপূর্বক পশু বিক্রয়ে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার জানান, যে কোনও সমস্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ঘটনার ভিডিও প্রমাণ রাখার পরামর্শ দেন। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার কিংবা রাস্তায় হাট বসানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন,

  • পশুর হাটের পরিধি নির্ধারিত চৌহদ্দির মধ্যে রাখতে হবে।
  • রাস্তায় হাট বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
  • গুজব ছড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন:
ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রাণিসম্পদ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ট্যানারিস অ্যাসোসিয়েশন, লবণ ব্যবসায়ী সমিতি, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকোসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং হাট ইজারাদাররা।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনায় তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button