বৈশ্বিক

হাইকোর্টের রায় কে অবজ্ঞা করে এখনো অফিস দখল করে আছেন হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান, এএমডি, ডিএমডি

খোন্দকার জিল্লুর রহমানঃ নিজের কোম্পানি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের হোতা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়াম্যান জামাল উদ্দিনের স্বেচ্ছাচারিতা এবার অতিতের সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে, যা দেশের সর্বোচ্চ আদালতকে চরমভাবে অবমাননার সামিল।স্বল্প শিক্ষিত ও অদূরদর্শী চেয়াম্যান জামাল উদ্দিনের অতিতের কর্মকান্ড নিয়ে অর্থনীতির ৩০ দিন ও অর্থনীতির ৩০ দিন বিডি ডটকমসহ বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে ফলাও করে প্রকাশিত হলেও তিনি এসবকে থোড়াই কেয়ার করেন, যেখানে দেশের সর্বোচ্চ আদালত গত পহেলা জুন ২০২৫ রবিবার হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরির বেঞ্চ কর্তৃক পূর্বের এএমডি এবং ডিএমডিকে বৈধ ঘোষণা করা হয় একটি রায় ঘোষণা করা হয় এবং চেয়াম্যানের একক সিদ্ধান্তে নিয়োগকৃত নিজস্ব আদলের বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপস্থাপনা পরিচালককে অবৈধ ঘোষণা করে।

সূত্রের খবর যে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন উক্ত রায়কে অবজ্ঞা করে দাম্ভিকতা ও স্বেচ্ছাচারিতা দেখিয়ে বলে বেড়াচ্ছেন যে, যেভাবে হোক তিনি এই রায় বাস্তবায়ন হতে দিবেন না, যে কোন মূল্যে তিনি তা প্রতিহত করবেন, যা চিারক তথা দেশের সর্বোচ্চ আদালতকে চরম অবমাননা করা হয় বলে প্রতিয়মান। চেয়ারম্যান জামাল উদ্দিন এবং তাঁর পোষ্য ডিএমডি জাকির হোসেন সরকার, যিনি একাধিক দুর্নীতির মামলায়অভিযুক্ত আসামি তিনি আজ ৩রা জুন ২০২৫ মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয়ে বিক্রয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন যেভাবে করে হোক এদেরকে প্রতিহত করতে হবে এবং সারা দেশ থেকে বিক্রয় কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে হেড অফিসে একত্রিত করছেন শুধুমাত্র হাইকোর্টের রায় যাতে বাস্তবায়ন না করা যায়।

চেয়ারম্যান জামাল উদ্দি কে প্ররোচিত করে তিনি বিচারপতিকে (খিজির আহমেদ চৌধুরি) উদ্দেশ্য করে বলতে শোনা যায়, এসব বিচারপতিকে পয়সা দিয়ে কেনাও যায়, রায়ও আনা যায় এবং কোম্পানির হাইকোর্ট কর্তৃক ঘোষিত বৈধ ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক কোনভাবেই যেন কোম্পানিতে ঢুকতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। হোংল্যান্ডের বর্তমান পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে যেন জোর যার মুল্লুক তার অর্থ্যাৎ মগের মুল্লুক। দেশের সর্বোচ্চ আদালতকে এবং আদালত কর্তৃক ঘোষিত রায়কেও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে দ্বিধাবোধ করছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button