ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী উদযাপন

ডেস্ক রিপোর্টঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি আয়োজন করে এক উষ্ণ ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় ১৬ জুন ২০২৫, সোমবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম (পিএইচডি, এফসিএমএ) এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান (এফসিএ)।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জসহ সকল স্তরের কর্মকর্তাগণ একত্রিত হন এবং ঈদের শুভেচ্ছা ও কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।
এই পুনর্মিলনী অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায় বলে ব্যাংক কর্তৃপক্ষ মনে করে।
উল্লেখযোগ্য ছিলো অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও ঈদ-উত্তর ইতিবাচক মনোভাব, যা ব্যাংকের পেশাগত পরিবেশকে আরও দৃঢ় ও মানবিক করে তুলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।