পাঁচমিশালি

চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহআলম(পিপিএম)

মোঃ সোহেল রানাঃ সোমবার (১৭ জুন) বিকালে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মে মাসের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন ও মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম) ওসি শাহ্ আলমের হাতে শ্রেষ্ঠ ওসি স্মারক ক্রেস্ট তুলে দেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি ও জেলার সকল থানার ওসিরা।

জানা যায়, মে মাসে চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তার ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওসি শাহ্ আলম চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘ফরিদগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সকল শ্রেণিপেশার সবাই আমাকে সহযোগিতা করেছে। তাদের সেই সহযোগিতার কারণেই আবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি।’

তিনি আরও বলেন, ফরিদগঞ্জ চাঁদপুর জেলার সবচেয়ে বড় ও ঘনজনবল অধ্যুষিত উপজেলা। মাদক নির্মূল ও অপরাধ দমনসহ সামাজিক অপরাধ হ্রাসে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button