বিবিধ

আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আলফাডাঙ্গার আয়োজনে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আলফাডাঙ্গা শাখার সভাপতি মোঃ তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ তারিকুল ইসলাম,
স্বাস্থ্য সহকারী মোঃ জাবের আলী, মিজানুর রহমান, দীপংকর শিকদার, মদিনা জোহরা মাহাবুবা প্রমুখ।
বক্তরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিষোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতি পালন করছি।
আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button